অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী দিলো মানিকগঞ্জ পৌরসভা

840

শাহিন তারেক মানিকগঞ্জ :

মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল ডাল লবণ আলূ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পৌরসভার শহীদ তিতুমীর একাডেমি মাঠে ত্রাণ ট্র সামগ্রী বিতরণ বিতরণ করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাবেক জেলা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ সরকার, মহিলা কাউন্সিলর সাবিহা হাবিব হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের জেলা সদস্য অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, সমাজসেবক খলিলুর রহমান শাকর রাজবংশী প্রমুখ।
পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বলেন সরকারের পাশাপাশি আমাদের পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে তবে এ করুনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন সরকারের সকল দিক নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।