অসহায়দের জন্য খাদ্য সামগ্রী নিয়ে “মানবতার পাশে আমরা ”

647

মিরর বাংলাদেশ : করোনা ভাইরাস দুর্যোগের এই দু:সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মানবতার পাশে আমরা নামের ফেসবুক সংগঠন। বুধবার ফতুল্লা ভুইগড় এলাকায় অসহায় একশ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।                  

জানা যায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ব‍্যানারে “মানবতার পাশে আমরা” নামের ফেসবুক সঙ্গঠন । প্রায়  ১শ জনকে ভূইগড় ও আশেপাশের এলাকায়  খাদ্য সামগ্রী বিতরন করে।

বিতরনের কেন্দ্র ছিল ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন  লোটাস ডায়াগনস্টিক সেন্টার।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম,নুর আহমেদ ভুইয়া সোহেল, আলী  আহাম্মদ, আল আমিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পল, রবিউল আউয়াল ঢাকা উত্তর বিএনপি সহসভাপতি, সাইফুল ইসলাম জুয়েল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, মেহেদী হাসান পলাশ কৃষিবিদ, খাদ্য সামগ্রী বিতরনে আর্থিক সহযোগিতা করেন