শাহীন তারেক মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সটুরিয়া এলাকায় কয়েলের আগুন থেকে দুইটি গরুসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গুরুতরভাবে আহত হয়েছে আরও কয়েকটি ছাগল ও একটি গরু।
জানা গেছে,রোববার মধ্যরাতে সটুরিয়া এলাকার কৃষক মো. জহির উদ্দিনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সাইফুল ইসলাম মাষ্টার জানান, রাত ১১ টার পরে গরুর ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হত। মুহুর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে যায়। এতে করে গরুর ঘরে থাকা দুইটি গরু মারা যায়। আরও একটি গরু ও কয়েকটি ছাগল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ ফায়ার ষ্টেশনে ডিউটিরত ফায়ারম্যান সেলিম হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতি পরে জানানো যাবে বলে মন্তব্য করেন তিনি।