মিরর বাংলাদেশ :
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। গণস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীলদের কাছ এ তথ্য পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রাতে তার শ্বাসকষ্ট হয়েছিল। তিনি বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ আসে। পরদিন তার শরীরে প্লাজমা দেয়া হয়। পরে ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিসের পাশাপাশি তাকে ব্রেদিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি দেওয়া হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। কিন্তু একদিন পর হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশও করোনাভাইরাসে আক্রান্ত। শিরিন হকও গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
খ্যাতিমান চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। দেশের স্বাস্থ্য শিক্ষাখাত ও চিকিৎসা খাতে তার ভূমিকা অনস্বীকার্য। সম্প্রতিক করোনা পরিস্থিতিতেও তিনি এবং তার প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশে করোনা রোগী শনাক্ত করণে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছেন।