আমার আমি
-সাদেকুর রহমান
=======
সবার পথ
আমার পথ না,
সবার মত
আমার মত না।
সবার রথ
আমার রথ না,
আমার আমি
সবার মতো না।
সবার চাওয়া
আমার চাওয়া না,
সবার পাওয়া
আমার পাওয়া না।
সবার স্বপ্ন
আমার স্বপ্ন না,
আমার আমি
সবার মতো না।
সবার হাসি
আমার হাসি না,
সবার কান্না
আমার কান্না না।
সবার মুকুট
আমার মুকুট না,
আমার আমি
সবার মতো না।
সবার মা
আমার মা না,
সবার বাবা
আমার বাবা না।
সবার ভাগ্য
আমার ভাগ্য না,
আমার আমি
সবার মতো না।
সবার যুদ্ধ
আমার যুদ্ধ না,
সবার লড়াই
আমার লড়াই না।
সবার যখন ক্লান্ত দুপুর
আমার নেই থামা,
আমার আমি
সবার মতো না।
সবার শত্রু
আমার শত্রু না,
সবার মিত্র
আমার মিত্র না।
সত্য-মিথ্যা অন্যের যেটা
আমার সেটা না,
আমার আমি
সবার মতো না।
সবার জন্ম
আমার জন্ম না,
সবার মৃত্যু
আমার মৃত্যু না।
ভোগ-বিলাসে জীবন কাটলেই
জীবন বলে না,
আমার আমি
সবার মতো না।
০৬ জুন, ২০২০; জুমাবার; বেলা ১০ :৩৮ মি.