আরেকজন জিয়াউর রহমানের প্রয়োজন : তৈমুর খন্দকার

340

নারায়ণগঞ্জ সংবাদদাতা :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডঃ তৈমুর আলম খন্দকার বলেছেন,দেশ ও জাতি আজ চরম জুলুম নির্যাতনের শিকার। এসব নির্যাতন থেকে মুক্তি পেতে আরেকজন জিয়াউর রহমানের দরকার ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে ফতুল্লার ডি আই টি মাঠে ফতুল্লা থানা বি,এন,পি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৈমুর আলম খন্দকার এসব কথা বলেন।
তৈমুর আলম খন্দকার বলেন, দেশে আজ নিরপেক্ষ প্রতিষ্ঠান নেই। সবই আওয়ামীকরন করা হয়েছে। পুলিশ আইন আদালত সবই দলই করন হয়েছে। সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান বলতে নেই।
তিনি বলেন বিএনপি আজ কোথা ন্যর্য অধিকার পাচ্ছে না। যেখোনে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেখানেই নানা রকম প্রতিবন্ধকতা তৈরী করছে।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরন করেন ফতুল্লা থানা বি,এন,পি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফতুল্লা থানা বি,এন,পির আহবায়ক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন বাবুল, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক বোরহান ব্যাপারী, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি জাকির হোসেন রবিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক এস,এম দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,জেলা যুবদলের সদস্য আবু সুফিয়ান মিলন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।