আড়াইশ মানুষকে ফ্রী মেডিক্যাল সেবা , দোয়ায় সিক্ত লিপি ওসমান

541

মিরর বাংলাদেশ : আড়াইশ মানুষকে ফ্রী মেডিক্যাল সেবা প্রদান, দোয়ায় সিক্ত লিপি ওসমান নারায়ণগঞ্জে মানবতার জননী উপাধিপ্রাপ্ত জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের উদ্যোগে ফ্রী মেডিক্যাল সেবা গ্রহণ করেছেন প্রায় আড়াইশ নারী, পুরুষ, বয়স্ক ব্যক্তি। নানা জটিলতার সমাধান নিয়েছেন তারা সেখানে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে।

মঙ্গলবার সকাল থেকে ওসমানী স্টেডিয়ামে ফ্রী মেডিক্যাল সেবা শুরু হয়। এসময় বয়স্ক নারীদেরকেও কোলে তুলে ডাক্তারী চিকিৎসা সেবা প্রদান করেছেন অনেক সন্তান। এদিকে চিকিৎসা সেবা নেয়া শেষে সকলে এমন মহতী উদ্যোগের জন্য মানবতার জননীকে আবারো দোয়া করেছেন। সকলের দোয়ায় সিক্ত হয়েছেন লিপি ওসমান। সকাল থেকে প্রায় আড়াইশ ব্যক্তিকে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ২৩০ জনকে তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে।

ফজলুর রহমান খান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ফ্রী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সার্জারী কনসালট্যান্ট ডা. ফাইম চৌধুরী, ডা. মোহাম্মদ আবু বকর শুভ, ডা. মেহনাজ আক্তার নিঝুম, ডা. সুদীপ দে, ডা. আমিনা আক্তার মনি, ডা. মনিরা আক্তার, রাজিবুল হাসান খান, রাকিবুল হাসান খান, মাহমুদুল হাসান খান রাফিদ প্রমুখ।