মিরর বাংলাদেশ : চলমান বৈশ্বিক মহামারি করোনার পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও ২৪ ঘন্টার কারফিউ জারির ঘোষণা দিয়েছে সৌদি আরব।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা বলা হয়, ঈদুল ফিতরের ছুটি ঘিরে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ওই কারফিউ জারি থাকবে। তার আগ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনকার মতোই খোলা থাকবে। মানুষজনও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলাচল করতে পারবে। তবে মক্কা নগরীতে বরাবরের মতোই কারফিউ বলবৎ থাকবে।
করোনার প্রকোপের মুখে এর আগেও বেশির ভাগ শহর-নগরে কারফিউ জারি করে সৌদি আরব। পবিত্র মাহে রমযানের শুরুতে তা কিছুটা শিথিল করা হয়। তবে যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন ও লকডাউন অবস্থায় আছে।
এদিকে, মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘এসপিএ’-তে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।
সৌদি আরবে গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় ৯টা-৫টা চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।
এর আগে ২ এপিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল।
রমযান মাসের শুরুতে তা শিথিল করা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।
সরকারি হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে প্রায় ৪৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৭০ জনের মতো।