ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মা- মেয়েকে গাছের সাথে বেঁধে নির্যাতন

527

মিরর প্রতিনিধি গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারের লোকজন এক বিধবা ও তার স্কুলছাত্রী মেয়েকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে। এ ঘটনার মূল পরিকল্পনাকারীকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম সবুজ (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।

নির্যাতনের শিকার পরিবার ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার সিরাজপুর গ্রামের আব্দুর রশিদ প্রায় পাঁচ বছর আগে মারা যান। তার স্ত্রী মমতাজ বেগম (৩০) মেয়ে মাহবুবা আক্তার ঝুমাকে (১৬) নিয়ে স্থানীয় বন বিভাগের জমিতে বসবাস করেন। মমতাজ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং তার মেয়ে ঝুমা মনিপুর আইডিয়াল পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। স্বামীর অবর্তমানে তাদের সংসারে অভাব-অনটন সর্বদা লেগেই থাকতো। সংসারের অভাব অনটন থেকে মুক্তি পেতে মমতাজ সম্প্রতি স্থানীয় এক ‘জিনের বাদশা’র খপ্পরে পড়েন।

সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেবে এমন প্রতিশ্রুতিতে মমতাজ বেগমের কাছে মোটা অংকের টাকা দাবি করে জিনের বাদশা। এতে সম্মতি জানিয়ে জিনের বাদশার ওই টাকা যোগাড় করতে মমতাজ স্থানীয় কয়েকজনের কাছ থেকে সুদে ঋণ গ্রহণ করেন। সুদে নেয়া ঋণের টাকা ওই জিনের বাদশার হাতে দেন।