মিরর বাংলাদেশ: প্রাাচ্যোর ডান্ডি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজার শুভ জন্মদিনে ১৯ মার্চ বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মানব কল্যাণ পরিষদ আন্তরিক ভালোবাসায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া এডিসি সেলিম রেজার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও কর্মী ও সমাজ কর্মীদের সার্বিক সহযোগিতাসহ সামাজিক উন্নয়নে মাদক সন্ত্রাস প্রতিরোধে জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। করোনা ভাইরাস সম্পর্কে সংগঠনের পক্ষ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বলেও তিনি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার এসিল্যান্ড আফিফা খান ও মানব কল্যাণ পরিষদের মহাসচিব গোলজার হোসেন ভূঁইয়া, অর্থসচিব মোঃ সাইফুল ইসলাম, উপকমিটির সদস্য সচিব মোঃ শামিম, সক্রিয় কর্মী শারমিন আক্তার, রিয়া আক্তার, আমেনা খাতুন প্রমূখ। সমাজকর্মীদের সৌজন্যমূলক ভালোবাসার সৃজনশীলতায় এডিসি সেলিম রেজা মানব কল্যাণ পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে এবং বর্তমান সময়ে করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।