মিরর বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপির আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনী এলাকা সোনারগাঁওয়ে অসহায় কৃষকদের ধান কাটায় সহায়তা করছেন স্থানীয় পুলিশ প্রশাসন ও মহাজোটের নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে তারা ধান কেটে কৃষকেরবাড়িতে পৌঁছে দিচ্ছেন।
শুক্রবার সকাল থেকে দুপুরপর্যন্ত সোনারগাওঁ উপজেলার কাজীপাড়া গ্রামে ওসমান নামের এক কৃষকের এক বিঘা জমিরধান বিনা পারিশ্রমিকে কেটে দেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শরীফ,জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়নজাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমানশাহীনসহ মহাজোটের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনারনির্দেশ বাস্তবায়নে উপজেলার ৪৬৬টি গ্রামের কৃষকদের জমির পাকা ধান কেটে কৃষকের ঘরেতুলে দেওয়াসহ আয় বঞ্চিত ধান কাটা শ্রমিক, এলাকার প্রান্তিক চাষী ও কৃষকদেরপ্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তার উদ্যোগ নেন সোনারগাঁ উপজেলা জনপ্রতিনিধি ঐক্যফোরাম এর সভাপতি ও এলাকার সাংসদ লিয়াকত হোসেন খোকা। কয়েকদিন ধরে তার নির্দেশে কৃষকদেরধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায়পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক দিয়েও কৃষকদের ধানটাকায় সহায়তা করা হচ্ছে। সাদিপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আবুল হাশেম জানান, স্থানীয় সাংসদ খোকার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় প্রশাসনসহমহাজোটের নেতাকর্মীরা কৃষকদের ধানা কাটা কর্মসূচিতে সহায়তা করছেন। সবাইস্বতস্পুর্তভাবে একাজে সহযোগিতা করছেন বলেও জানান তিনি। মাহবুবুর রহমান কামাল সাংসদের প্রেস সেক্রেটারি।