।। নয়ন ওঁঝা ।।
ওদের হাসি, আমাদের ভালোবাসা। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবকে শিরোনামের রেখে বরগুনা জেলার পাথরঘাটা থানায় অবস্থিত সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন নামক একটি সংগঠন একশত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজন করেছে। সোনার বাংলা ফাউন্ডেশনটি ২০১৮ সালে মিঠুন মিত্র নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন,এবং এই প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার মানুষকে রক্ত সহায়তা দেওয়া হয়,ওদের হাসি আমাদের ভালোবাসা এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মিঠুন মিত্র এবং সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ এবং মঠবাড়িয়া শাখা কিছু স্বেচ্ছাসেবক বৃন্দ এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন। সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন এর কিছু তথ্য নিচে তুলে ধরা হলো সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন ( SBBF) ===================== এটি একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠ “”যদি হই রক্তদাতা সেচ্ছায় দিব রক্ত এটাই মানবতা”” আমাদের চারপাশে অসহায় মানুষের অভাব নেই। কেউ আর্থিক ভাবে অসহায়, কেউ বা শারীরিক ভাবে অসহায়। তাদের পাশে দাড়ানোর জন্য আমাদের এই ব্যবস্থা। যার যাত্রা শুরু হয় ২০১৮ সালের মে মাস হতে। মানব সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিনা স্বার্থে কিছু তরুণ/তরুণী যারা কিনা স্বেচ্ছাসেবক বা ভলিন্টিয়ার নামে পরিচিত তাদের প্রচেষ্টায় এই সংগঠন গড়ে তুলা যার নাম— সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন SBBF এর উদ্দেশ্য হচ্ছে– স্বেচ্ছায় মানব সেবা করা। অসহায় রোগির পাশে দাঁড়ানো। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাচার জন্য উৎসাহ দেওয়া। বিনা বেতনে নিজের পরিশ্রম উজার করে দেওয়া অসহায় মানুষের পাশে। আর্থিক বা অনার্থিক ভাবে নিজের মন মানুসিকতা উজাড় করে অসহায়দের পাশে দাঁড়ানো। রোগিকে রক্ত সংগ্রহ করে দেওয়া থেকে আর্থিক অনার্থিক মানুসিক যাবতীয় সাহায্য করা হয় এই সংগঠন থেকে। আমাদের স্বেচ্ছাসেবী বা ভলিন্টিয়ার ভাই ও বোনেরা মানব সেবায় সমাজ ও দেশের পাশে বিনা পারিশ্রমিকে নিজেকে নিয়োজিত রেখেছেন অসহায়দের জন্য। আমাদের ভলিন্টিয়ারদের গুণাবলী গুলো হচ্ছে– আমাদের এই গ্রুপের ভলিন্টাররা স্বেচ্ছায় রক্তদান করতে প্রস্তুত। তারা তাদের মানুসিক ও কায়িক পরিশ্রম দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় কোনো প্রকার বেতন ভাতাদি ছাড়া। আপনাদারে যাবতীয় মানবসেবা মূলক সমস্যা আমাদের গ্রুপে পোস্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত দিয়ে। আমাদের ভলিন্টিয়ার রা নিজ দায়িত্বে চেষ্টা করবে আপনাদের সমস্যা সমাধান করতে। যে কোন সামাজিক মানবিক প্রগ্রামে গ্রপের সকলের ছোট্ট ছোট্ট পকেট হতে যতটুকু পারি আমরা ততটুকুর আয়োজন করে থাকি।আমাদের ভলান্টিয়ার রা নতুন রক্তদাতা তৈরিকরন এবং সচেতনতা তৈরিকরনে সর্বদা প্রস্তুত। আমাদের ভলিন্টিয়ার বা স্বেচ্ছাসেবীদের সাহায্য পেতে হলে আপনার করণীয়– আমাদের “সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন” গ্রুপটিতে আপনার সমস্যা বা সাহায্য পোস্ট করবেন বিস্তারিত ব্যাখ্যা দিয়ে। ((পোস্টে যা যা থাকতে হবে)) রোগির নাম- রোগির সমস্যা- ব্লাড গ্রুপ- ব্লাডের পরিমান- সময়- লোকেশন- ( হাসপাতালের) যোগাযোগ- (রোগির লোকের ফোন নাম্বার) এভাবে যাবতীয় বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন আপনার রিকুয়েস্ট পোস্ট টি আমাদের ভলিন্টিয়ার ভাই ও বোনেরা নিজ দায়িত্বে সাহায্য করার চেষ্টা করবে। আপনি চাইলে আমাদের এই সংগঠনের একজন স্বেচ্ছাসেবী বা ভলিন্টিয়ার হতে পারবেন। আমাদের সংগঠনের একজন ভলিন্টিয়ার হতে হলে যা যা করণীয়– স্বেচ্ছায় রক্তদানের মনোবল থাকা লাগবে। √ মন হতে হবে পজেটিভ নিবেদিত মানবসেবায় মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করতে হবে বিনা পারিশ্রমিকে। বিভিন্ন এলাকায় ব্লাড ক্যাম্পিং হলে সেখানে যোগদান করার ইচ্ছা থাকা লাগবে। অসহায় রোগিকে আর্থিক অনার্থিক যাবতীয় সাহায্যে পিছুপা হলে চলবে না। √ সৎ, সাহসী, আদর্শ, সুস্থ চিন্তাধারা সম্পন্ন, উদ্যম, ধৈর্যশীল হতে হবে। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে করার মনোবল থাকা লাগবে। আমাদের সংগঠন সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা সরাসরি যোগাযোগ এর মাধ্যমে সাহায্য পেতে কল করুন— 01729168910