ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস ২০২১, দাবায় চ্যাম্পিয়ন মোরসালিন-রানারআপ মাশরেক

381

মিরর বাংলাদেশ  : ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ’ ইনডোর গেমস-২০২১ এর দাবা প্রতিযোগিতায় চেসবিডি.কমের মোরসালিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ডিআরইউ’তে এটি তার ১৬তম শিরোপা জয়। রানারআপ হয়েছেন রেডিও টুডের মোশকায়েত মাশরেক ও তৃতীয় স্থান অর্জন করেছেন এশিয়ান টিভির মাহবুব আলম খান বাবু।

রোববার ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য রহমান আজিজ, মো: মাহবুবুর রহমান। ডিআরইউ’র সাবেক ক্রীড়া কাজী ইমরুল কবীর সুমন, একেএম কামরুজ্জামান হিরু, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব এম. এ বাকী, সদস্য জাকির হুসাইন, রকিবুল ইসলাম মানিকসহ প্রমুখ।

উল্লেখ্য, ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের ৩১ জন সদস্য অংশগ্রহণ করেন। নকআউট ভিত্তিতে এ প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন জাতীয় আরবিটার মোহাম্মদ শামীম এবং ওমর ফারুক।

সোমবার  সকাল ১১টায় শুরু হবে কলব্রীজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারী খেলোয়াড়দের সকাল ১০.৪৫টায় ক্রীড়া সম্পাদকের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।