মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমস-২০২১ এর পুরুষ ক্যারম দ্বৈতের ফাইনালে উঠেছেন জাগো নিউজের সাঈদ শিপন ও এম মুরাদ হোসেন।
গত ২২ আগষ্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের ইনডোর গেমস। ইতিমধ্যে দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ এবং ক্যারম একক (পুরুষ ও নারী) শেষ হয়েছে। আজ সপ্তম ইভেন্ট হিসেবে ক্যারম দ্বৈত প্রতিযোগিতা শুরু হয়।
আজ সোমবার পুরুষ দ্বৈতের সেমিফাইনাল খেলায় সাঈদ শিপন (জাগো নিউজ) ও এম মুরাদ হোসেন (জাগো নিউজ) বেস্ট অব থ্রিতে জাকির হুসাইন (আজকালের খবর) ও সাদ্দাম হোসেন ইমরানকে (যুগান্তর) পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। অপরদিকে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রফিক রাফি (সময়ের আলো) ও শাহীন হাওলাদার (বিজনেস পোস্ট) জুটি।
এছাড়া গ্রুপ পর্বের খেলায় জয় পেয়েছেন মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ও জুনায়েদ শিশির (রাইজিং বিডি) জুটি এবং আবু হোরায়রা তামিম (একুশে টিভি) ও আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন) জুটি। আগামীকাল মঙ্গলবার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলা পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, ক্রীড়া উপ-কমিটির সদস্য রকিবুল ইসলাম মানিক, জাকির হুসাইন প্রমুখ।