কক্সবাজারে মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ স্থাপনের দাবীতে স্মারকলিপি

243
মিরর বাংলাদেশ :
বিশ্বের দীর্ঘতম  বালুকাময় সমুদ্র সৈকতের জেলা শহর কক্সবাজার। দেশী বিদেশী মিলিয়ে বছরে প্রায় ২০ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও দেশের এই প্রধান পর্যটন নগরীতে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ তৈরি  হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা ও গৌরবের ইতিহাস দেশী বিদেশী  পর্যটকদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে
পর্যটন নগরী কক্সবাজারে একটি মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ নির্মানের দাবীতে বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) বিকাল ৪ টায় বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশন কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন মোঃ রাইসুল ইসলাম  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ সফি, অর্থ সম্পাদক নরুল হুদা, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নবী, সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য তারেক, জসিম উদ্দিন, মোঃ সাগর, নুরুল আমিন, রাসেদ, সৈয়দ মুন্সি মিয়া প্রমুখ