মিরর বাংলাদেশ : পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু । তিনি একধারে গীতিকার, সুরকার ও শিল্পী। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি নিজের ফেসবুকে জানানোর পর তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সাইফুল্লাহ মাহমুদ টিটুর দ্রুত সুস্থতা কামনা করা হয় পাশাপাশি তার এ দু:সময়ে টিটুকে সার্বিকভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ রইলো।
সাইফুল্লাহ মাহমুদ টিটু তার ফেসবুকে লিখেছেন
আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই-বোন-বন্ধুরা? আমার জন্য দোয়া করবেন।
এক সপ্তাহ আগে আমার জ্বর হয়েছিল। কোন প্রকার উপস্বর্গ ছাড়াই এখন অনেকের পজেটিভ আসছে।
তাই জ্বর হওয়ায় স্বেচ্ছায় নমূনা পরীক্ষা করিয়েছি।দু’দিনেই জ্বর ভাল হয়ে গেছে। কিন্তু ৭দিন পর রিপোর্ট এসেছে পজেটিভ।
এখন নিজ ঘরে হোম কোয়ারান্টাইনে আছি।
এখনও আমার পুরনো সেই খুসখুসে কাশি ছাড়া অন্য কোন উপস্বর্গ নেই।
আমি এখনও ভাল আছি। কিন্তু জানিনা ভাগ্য বিধাতা কি লিখেছেন আমার এবং আমার পরিবারের ভাগ্যে।
করোনা যুদ্ধের এই মৃত্যুর মিছিলে যদি যাই হারিয়ে, তবে ক্ষমা করে দিও বন্ধুরা আমার। বেঁচে থাকলে দেখা হবে।
এদিকে করোনা ভাইরাস পজেটিভ সাংবাদিক নেতা সাইফুল্লাহ মাহমুদ টিটুর অঝোর কান্না। তার এক্সক্লুসিভ ফোনালাপ সংগ্রহ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন ২৪
ভিডিওটি দেখুন এবং শেয়ার দিন