করোনায় আক্রান্ত মাশরাফি

527
মিরর বাংলাদেশ :
জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির ঘনিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে মানবজমিনকে। সূত্র জানায়, সন্দেহ হওয়ায় গতকাল স্যাম্পল দিয়েছিলেন মাশরাফি। আজ শনিবার কভিড-১৯ পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। তবে শারীরিকভাবে সুস্থ আছেন দেশের ক্রিকেটের এই মহাতারকা।এর আগে ক’দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফি। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।এ ব্যাপারে মাশরাফির বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান তিনি।

এর আগে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির ভাগ্নি  করোনায় আক্রান্ত হন।

এরপর মাশরাফির শাশুড়ি আক্রান্ত হয়ে পড়েন। আক্রান্ত হলেও তাদের শারীরিক অবস্থা ভালো আছে। নড়াইলের লোহাগড়ার বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাদের