করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৯

601

মিরর বাংলাদেশ : বাংলাদেশে করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা চারজন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি ছাড়াও আরো পাঁচজনের আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বিকাল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাসে মারা যাওয়া চতুর্থ ব্যক্তিটির বয়স ৭০ বছর। তিনি আগে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন আক্রান্ত বাকি পাঁচজনের একজন সৌদি আরব থেকে ওমরাহ করে এসেছেন। আর বাকি চারজন আগে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আইসোলেশনে আছেন মোট ৪০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।