মিরর বাংলাদেশ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সাতজনের এবং আক্রান্ত হয়েছেন ৩১২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে এবং আক্রান্ত ২৪৫৬ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরো জানান হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬৩৪টি। এ সময়ে সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৭৫ জন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।