করোনায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪ হাজার ছাড়ালো

700

 মিরর বাংলাদেশ   : ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১৪ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।  এ নিয়ে করোনায়  আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।  গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরো ৭ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, নতুন ৪১৪ সহ  মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ১শ ৮৬জন। মোট মৃত্যুবরণ করেছেন ১২৭ জন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।