করোনায় উপ-কর কমিশনারের মৃত্যু

447

মিরর বাংলাদেশ :  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুধাংশু সাহা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। ২৭ তম বিসিএসে প্রথম হওয়া এ মেধাবী কর্মকর্তা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন। গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ৩রা জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন মারা যান।

সুধাংশু সাহার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শোক প্রকাশ করেছেন।