মিরর বাংলাদেশ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হাজী মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে তিনি মারা যান। তার ছেলে মজিবুল ইসলাম পান্না বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পান্না জানান, তার পিতা কোভিড পজিটিভ ছিলেন। ৩ দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। করোনাভাইরাস সঙ্কটকালে তিনি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছিলেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় বসে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৭০ বছর। মকবুল হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাবেক এমপি হাজী মকবুল হোসেনের মৃত্যুতে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এর শোক প্রকাশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ রবিবার রাতে প্রদত্ত এক শোক বার্তায় ধানমন্ডি মোহাম্মদপুর এলাকা হতে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি হাজী মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।