করোনায় মারা গেছেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

433

মিরর বাংলাদেশ :  করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নানের স্ত্রী জেবুন্নেসা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ১২.২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

জানা গেছে: কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকে জেবুন্নেসা ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জের কটিয়াদির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।