মিরর বাংলাদেশ : করোনাভাইরাসে মৃত্যু বরণকারী নারায়ণগঞ্জের জনপ্রিয় গিটারিস্ট খাইরুল আলম ওরফে হিরো লিসানের স্ত্রী ও সন্তানের খোঁজ খবর নিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান। মঙ্গলবার(২ জুন) সন্ধ্যায় শহরের ভূঁইয়াপাড়া আল-সাবাহ আবাসিক এলাকায় অবস্থানরত হিরো লিসানের স্ত্রী অনিমা হক সুমি ও দেড় বছরের কন্যা সন্তান মেহনাজ বিনতে ইলমাকে দেখতে যান তিনি।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ৭,৮,৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ‘মানবতার মা’খ্যাত আয়শা আক্তার দিনা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি ও কণ্ঠশিল্পী রিয়া খান।
এক পর্যায়ে প্যানেল মেয়র নিহত হিরো লিসানের শিশু কন্যাকে কোলে নিয়ে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি যে কোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হিরোর স্ত্রী ও পরিবারের অন্যদের।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী স্বয়ং ফোন করে হিরোর স্ত্রীর সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। এসময় মেয়র নিজেও নিহত হিরোর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
প্যানেল মেয়র বিভা হাসান এ প্রতিবেদককে বলেন- ‘করোনাভাইরাস এর মতো মহামারীতে আমরা অনেকেই প্রিয়জনদের হারিয়ে বাকরুদ্ধ। অসংখ্য পরিবার অভিভাবকশূণ্য হয়ে পড়ছে। এটি শুধু আমাদের দেশেই না, সারাবিশ্ব এখন এই নির্মম পরিস্থিতির মোকাবেলা করছে। আমাদের মেয়র মহোদয় স্বয়ং এবং আমরা চেষ্টা করছি আমাদের আশপাশের এসব প্রিয়জন হারানো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার।’
উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গিটারিস্ট হিরো লিসানের মৃত্যু হয়। তবে করোনা আতঙ্কে পরিবার কিংবা প্রতিবেশীদের কেউ যখন লাশের পাশে যাননি তখন সারারাত মরদেহটি বাড়ির গেটের পাশেই পড়েছিল। পরদিন সকালে সর্ব প্রথম খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা স্থানীয় থানা পুলিশ এবং তার নিজস্ব টিমসহ ঘটনাস্থলেগিয়ে উপস্থিত হন এবং হিরোর পরিবারকে শান্তনা দেন। এসময় তিনি উদ্যোগ নিয়ে মরদেহটি দাফনের ব্যবস্থা করেন।