আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া থেকে:
করোনা আইন ভঙ্গের কারনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাষ্ট্রের আর্টস মিনিষ্টার ডন হারউইন আজ শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ, অস্ট্রেলিয়াতে যখন করোনা ভাইরাসের লকডাউন তখন তিনি সিডনির বাইরে সেন্ট্রাল কোস্টে গিয়েছিলেন। এজন্য মিনিষ্টার ডন হারউইনকে বৃহস্পতিবার ১০০০ ডলার জরিমানা প্রদান করেন পুলিশ।
মন্ত্রীর নিজের স্থায়ী সিডনির বাসায় অবস্থান না করে সেন্ট্রাল কোস্টে পার্ল বিচে তাঁর নিজেরই হলিডে হাউজে গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে মিডিয়ায় কড়া সমালোচনা হয়।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার লকডাউন নিয়ম অনুযায়ী কেউ লং ড্রাইভে যেতে পারবে না।