ছবি : মরহুম গোলাম মোস্তফা
মিরর প্রতিনিধি, দাউদকান্দি : করোনা উপসর্গ নিয়ে মারা বৃহস্পতিবার দুপুরে মারা গেলেন সাংবাদিক গোলাম মোস্তফা (৪৮)।তিনি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি ও চান্দিনা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধু মরহুম গোলাম মোস্তফার অকাল মৃত্যুতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তারই ঘনিষ্ঠবন্ধু সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্তের দাউদকান্দি সংবাদদাতা হানিফ খান ।
ছবি : সিনিয়র সাংবাদিক হানিফ খান
নিচে হানিফ খানের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো
করোনা প্রান কেড়ে নিলো সাংবাদিক গোলাম মোস্তফার
————-
সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে সবাইকে খুশি করা যায়না।
তবে প্রতিটি সাংবাদিক তাঁর বিবেকের কাছে জবাবদিহী করে কাজ করলে কে খুশি কে বেজার এটা ভাবার অবকাশ থাকে না।
প্রিয় বন্ধু সাংবাদিক গোলাম মোস্তফা এ বিষয়গুলো মনে রাখতেন, কিন্তু আজ আর মনে না রাখলেও চলবে কারন তিনি এখন পরপারে।
তবে আমরা যারা বেঁচে আছি তাঁরা বস্তুনিষ্ঠতা বজায় রাখতে পারলেই কর্মের সার্থকতা।
১১ জুন ২০২০, দুপুর দেড়টায় করোনা উপসর্গে মারা গেলেন প্রিয় মুখ সাংবাদিক গোলাম মোস্তফা (৪৮)।
তিনি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি ও চান্দিনা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ছিলেন।
থানা রোডের ভাড়া বাসায়ই তাঁর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে, সৃষ্টির সৃষ্টি কূল সকল কিছুর মালিক মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এই প্রার্থনা করি- আমিন।
গোলাম মোস্তফার গ্রামের বাড়ী উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামে, তিনি আব্দুর রহিম এর ছেলে।
২০০০ সালের দিকে চান্দিনায় তাঁর সাথে প্রথম পরিচয় পেশাগত কাজে গেলে দেখা হতো ওই সময় গোলাম মোস্তফা একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি ছিলেন।
পরে গনমাধ্যমে বেশ দাপটের সাথে জড়িত হন, সাম্প্রতিক বছরগুলোতে চান্দিনায় যাতায়াত কম হওয়ায় তেমন একটা দেখাসাক্ষাৎ না হলেও চেনাজানা সাংবাদিক বন্ধুরা যে যেখানে আছেন সবার কথাই মনে পরে।
তবে চান্দিনার আরেক সিনিয়র সাংবাদিক তাহমিদুর রহমান দিদার ভাইয়ের সাথে দেখাসাক্ষাৎ ও প্রায় সময় ফোনে কথাবার্তা হয়।
তিনিই মুটামুটি একটি তথ্যবহুল পোস্ট করেন চান্দিনার দু’জন ব্যক্তির মৃত্যু সংবাদে, তাঁর পোস্ট অনুসরণ করেই আমার পোস্ট বিলম্বিত।
সাংবাদিক জগত ছাড়াও কতো চেনাজানা ও অপরিচিত মূখ থুবড়ে পড়েছে করোনার থাবায়, আসুন আল্লাহ তায়ালাকে বেশি বেশি স্মরণ করি- স্বাস্থ্য বিধি মেনে চলি আমিন।