মিরর প্রতিনিধি, চাঁদপুর :
চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ১জনসহ করোনার উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজিজ মোল্লা (৬৫), মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বাসিন্দা মোঃ শামছুল হক মোল্লা (৬২), মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের মোঃ মনু মিয়া (৫০), একই ইউনিয়নের করবন্দ গ্রামের মমিনুল হক (৪৫) ও হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের লামচরী গ্রামের বৃদ্ধ হাবিবুর রহমান বেপারী (৭০) করোনার উপসর্গে নিয়ে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় চাঁদপুরে জনপ্রতিনিধি পুলিশ শিক্ষক স্বাস্থ্যকর্মীসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শাহরাস্তির ১৪ জন, হাইমচরের ৯ জন, মতলব দক্ষিণের ৮জন, হাজীগঞ্জের ৭ জন, কচুয়ার ৬ জন, মতলব উত্তরের ৩ জন, ফরিদগঞ্জের ২জন। মোট জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩ জনে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ সব তথ্য জানা গেছে।