করোনা দুর্যোগে মানিকগঞ্জে খেলোয়ারদের পাশে ক্রীড়া সংস্থা

1539

শাহীন তারেক,মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার ২শত ২০জন খেলোয়ার ও  সাবেক খেলোয়ারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে তাদের হাতে এই খাদ্যসহায়তা তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রদীপ শিকদার রিপন, বাসুদেব সাহা, আনিসুর রহমান হিমু, মশিউর রহমান শিমুল, ক্রিকেট কোচ সাঈদ খান মজলিশ ও সাইমুম মিয়া সুমনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা বলেন, প্রতিজনকে দেওয়া হয় চাল, ডাল, আলু, আটা ও তেল। ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং শুভাকাঙ্খিদের সহযোগিতায় তাদেরকে এই খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এর আগে, জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলার ৩শতাধিক খেলোয়ার এবং সাবেক খেলোয়ারকে খাদ্যসহায়তা ও নগদ অর্থ দেওয়া হযেছে।