করোনা বিষয়ে জানাতে আইইডিসিআরের হটলাইন চালু

782

মিরর বাংলাদেশ: করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।

হটলাইনগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে এসব নম্বরে ফোন করা যাবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও প্রবেশ করেছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রোববার জানিয়েছে আইইডিসিআর।

আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিয়েছে তিনি বলেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে