মিরর বাংলাদেশ : রাজধানীর গুলশানের শাহজাদপুরে “গুলশান ক্লিনিক লিমিটেডের” অত্যাধুনিক মলিকুলার ল্যাবের যাত্রা শুরু হয়েছে।
শনিবার ইউনিক গ্রুপ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতালী থেকে আমদানিকৃত অত্যাধুনিক আরটিপিসিয়ার (RTPCR) মেশিন এবং ল্যাব পরিচালনার জন্য অভিজ্ঞ ও উচ্চতর প্রশিক্ষিত দক্ষ জনবল রয়েছে। এক যুগেরও বেশি সময়ের পথ চলায় গুলশান ক্লিনিক স্বাস্থ্য অধিদপ্তর ও অসংখ্য মানুষের আস্থা-নির্ভরতার স্থল হিসেবে সম্প্রতি করোনা ভাইরাস টেষ্টের অনুমতি পেয়ে দক্ষতার সাথে মানুষের স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ সতর্কতা ও দ্রুত সেবা নিশ্চিত করে যাচ্ছে। যা করোনা মোকাবেলায় বেসরকারিভাবে নতুন মাত্রা যুক্ত করেছে। দেশের এই সংকটময় সময়ে স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও সমাজের দায়িত্ববানদের ভূমিকা রাখা সামাজিক দায়িত্ব। আর এই দায়বদ্ধতা থেকেই ইউনিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাঃ নূর আলী ঢাকায় একটি আন্তর্জাতিক মানের মাল্টিস্পেশালিটি হাসপাতাল নির্মানের পরিকল্পনা নিয়েছেন। যার প্রাথমিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। উন্নত রিসার্চ সেন্টার সমৃদ্ধ এ হাসপাতালটি হবে দক্ষিন এশিয়ার মধ্যে অনুকরণীয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান ক্লিনিক ইতোমধ্যে বিভিন্ন কর্পোরেট হাউজের কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভাইরাস টেষ্টের বিশেষ সেবা প্রদান শুরু করেছে। যাতে রয়েছে এক্সপ্রেস সার্ভিস,অফিস/বাসা থেকে নমুনা সংগ্রহ ও টেলিমেডিসিন সেবা। গুলশান ক্লিনিকই প্রথম ক্রিটিক্যাল পেশেন্টদের অগ্রাধিকার দিয়ে অত্যন্ত সল্প সময়ে রিপোর্ট প্রদান করে দ্রুততার সাথে স্বাস্থ্য সেবা নিশ্চিতে সহায়তা করছে।