করোনা ভাইরাস সচেতনায় লিফলেট বিতরন করেছে আ’লীগ – বিএনপি

777

 

মিরর বাংলাদেশ: করোনা ভাইরাস মোকাবিলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। শুক্রবার (১৩ মার্চ) সকালে ও দুপুরে রাজধানীর কয়েকটি স্থানে দলের স্থায়ী কমিটির সদস্যরা সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ১১টায় মহাখালী কাঁচাবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে করোনা ভাইরাস নিয়ে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় ব্যারিস্টার মওদুদের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ জি এম সামসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিনুল ইসলাম ও তাঁতি দলের সভাপতি আবুল কালাম।

লিফলেট বিতরণ করছেন ইকবাল হাসান মাহমুদশায়রুল কবির খান আরও জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মোহাম্মদপুর ইকবাল রোডের পোস্ট অফিস জামে মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম।

ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘সরকার করোনা নিয়ে উদাসীন রয়েছে। সারাবিশ্ব যেখানে এই ভাইরাসকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে ও মোকাবিলা করছে, সেখানে এই মহামারী নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আশেপাশের বিভিন্ন দেশে প্রতিরোধমূলক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের দেশের সরকারের আচরণ বলছে, তাদের প্রস্তুতির অভাব রয়েছে। বিএনপি দেশের মানুষকে সচেতন করার চেষ্টা করছে।’

আওয়ামীলীগ 

দেশের প্রধানমন্ত্রী নিজেই সতর্কতা থেকে প্রতিদিনের বক্তৃতায় করোনাভাইরাস সম্পর্কে করণীয় বলে যাচ্ছেন। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয়ভাবেও বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদে মসজিদে ও হাট-বাজারে সতর্কতামূলক ক্যাম্পেইন শুরু করেছে সরকারি দল আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। একইভাবে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনা গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও লিফলেট বিতরণ শুরু করেছে দলটি।

শুক্রবার সকালে দলীয় প্রধান শেখ হাসিনার ধানমন্ডির রাজনীতিক কার্যালয়ে ‘করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন ক্যাম্পেইনার হয়ে করোনাভাইরাস নিয়ে তার প্রতিদিনের বক্ততায় করণীয় সম্পর্কে বলে যাচ্ছেন। এতে দেশে সতর্কতামূলক একটা আবহ তৈরি হয়েছে। তারপরও দলের প থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের সংক্রামণ থেকে রা পেতে পূর্ব সতর্কতামূলক বিষয়ে করণীয় উল্লেখ করে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। লিফলেটে ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ এমন আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশবাসিকে কিছু সতর্কতামূলক করণীয় মেনে চলার আহ্বান জানানো হয়েছে সরকারি  দলটির প থেকে। লিফলেটে করণীয়গুলোতে বলা হয়েছে, ঘন ঘন সাবান পানি দিয়ে কমপে ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, জ্বর, সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীরে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, আগে খাবার ভাল করে ধুয়ে নিন এবং সেদ্ধ করুন, হাঁচি-কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিষ্কার করুন, জনবহুল স্থানে বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন। যথাসম্ভব জনসমাগম পরিহার করুন, যেখানে-সেখানে থুথু ফেলবেন না, ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংকটের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে এখন সংকটটি সেভাবে আসেনি। এই সংকট মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া আছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, করোনা ভাইরাসে ৭০ শতাংশ লোক আক্রান্ত হতে পারে। ইতালিতে অনেক মানুষ মারা গেছে। গোটা ইউরোপে এখন ছড়িয়ে পড়েছে। কাজেই আমাদের দেশে যাতে এই রোগটি এসে বিস্তৃত হতে না পারে, সেজন্য যেসব সচেতনতার দরকার, সতর্কতামূলক উদ্যোগ নেওয়া দরকার, সে ব্যাপারে দেশবাসিকে প্রতিনিয়ত অবহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তিনি বলেন, করোনার সতর্কতামূলক ব্যবস্থায় রাজধানীর পাশাপাশি সারাদেশে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ঢাকা শহরে নয়, তৃণমূল পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দেিণর এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে সচেনতামূলক লিফলেট তুলে দেন ওবায়দুল কাদের। লিফলেট বিতরণ শেষে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সংলগ্ন বিভিন্ন সড়কে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় অন্য নেতারা।
এদিকে লিফলেটে ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ এমন আহ্বান জানিয়ে এবং দেশবাসিকে কিছু সতর্কতামূলক করণীয় মেনে চলার নির্দেশনা উল্লেখ করে রাজধানীর বিভিন্ন মসজিদে মসজিদে গতকাল শুক্রবার থানা-ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনারগন নিজ নিজ এলাকায় লিফলেট বিতরণ করেছেন। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন মসজিদে মসজিদে করোনাভাইরাস বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা তুলে ধরে জনসচেতনামূলব লিফলেট বিতরণ করেছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঈনুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন সেগুনবাগিচা-বিজয়নগরসহ নিজ এলাকায় করোনাভাইরাস নিয়ে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছেন। এ সময় ফরিদ উদ্দিন রতন বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সবাই নিজ নিজ জায়গা থেকে দলের নির্দেশ মোতাবেক লিফলেট বিতরনের মাধ্যমে প্রাণঘাতি এই রোগ করোনা ভাইরাস মোকাবিলা সম্ভব। আমরা অতিথেও তা প্রমাণ করতে পেরেছি,এবারও পারবো। ৬৪নং ওয়ার্ড কমিশনার মাসুদুর রহমান মোল্লা বাবুল গত কয়েকদিন ধরেই করোনা বিষয়ে এলাকার স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করে জনসচেতনামুলক লিফলেট বিতরণ করছেন। গতকাল শুক্রবারও কাঠেরপুল মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈমাম ও আলেমদের এ বিষয়ে ৫মিনিট মুসল্লিদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এদিন ৬৫ নং ওয়ার্ড কমিশনার সামসুদ্দিন আহমেদ সেন্টু ‘করোনা ভাইরাস’ বিষয়ে এলাকাবাসিকে সচেতন করতে নিজ উদ্যোগে মাতুয়াইল কবরস্থান মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে প্রায় ৫হাজার বিতরণ করেছেন। এ বিষয়ে তিন বলেন, জনপ্রতিনিধি হিসেবে এটা আমার কতব্য। এলাকাবাসি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বিপদে-আপদে তাদের পাশে থাকার জন্য। এ বিষয়ে কথা হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপনের সাথে। তিনি জানান, জনসচেতনামূলক কর্মসূচির মাধ্যমে মরণঘাতী রোগ ‘করোনাভাইরাস’ বিষয়ে সবাইকে সতর্ক করতে হবে।
দলীয়প্রধান শেখ হাসিনার নির্দেশনার পর করোনা ভাইরাস সম্পর্কে আপনি সর্তক থাক, নিজে নিরাপদ খাকুন এবং আপনার পরিবার পরিজনকে নিরাপদে রাখুন সেøাগানে ঢাকার পাশ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের শ্রীনগর-সিরাজদি খান উপজেলায় জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান মাষ্টার. উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান জিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রমিজ উদ্দিন বেপারী, হারুনর রশিদ চেয়ারম্যান, জেলার তাঁতীলীগের সহ সভাপতি সালাউদ্দিন লিটন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এনামূল হক বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, ওলামালীগের সভাপতি আলিনুর শেখ প্রমুখ।