করোনা যুদ্ধে প্রাণ হারিয়েছেন সাংবাদিক খোকন

702

মিরর বাংলাদেশ :   করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ঘন্টা দুয়েকের মধ্যে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভি এসেছে। বিষয়টি  নিশ্চিত করেছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ । তিনি বলেন, সাংবাদিক খোকনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। আইইডিসিআর থেকে মৌখিকভাবে তা আমাদের জানানো হয়েছে। তিনি বলেন, গতকাল ইফতারের আগ মুহূর্তে তাকে (হুমায়ুন কবির খোকন) হাসপাতালে আনা হয়। উনার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। অবস্থা খুবই খারাপ ছিল। ৯টা ৪৫ মিনিট পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।মৃত্যুর কিছু সময় আগে, করোনা পরীক্ষার জন্য তার নাকের সোয়াপ সংগ্রহ করা হয়েছিলো বলে জানান তিনি।

পরে ভোরে জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে। এদিকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।