মিরর বাংলাদেশে : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে করোনা সন্দেহ অসুস্থ মনোয়ারা বেগম ওরফে মনিরা (৫৫) নামে এক নারীকে ফেলে চলে গেছে তার ছেলে। এরপর ওই ছেলের আর কোনও সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়ার সহযোগিতায় অসুস্থ ওই নারীকে শনিবার (৬ জুন) দুপুরে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া অসুস্থ নারীর বরাত দিয়ে জানান, দারুস সালাম থানার মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে সপরিবারে ভাড়া থাকেন তিনি। সম্প্রতি ওই নারীর শ্বাসকষ্ট ও কাশি দেখা দেয়। পরে বাড়িওয়ালা ওই নারীর ছেলেকে বলেন, তার মাকে নিয়ে অন্যত্র চলে যেতে অথবা মেডিক্যালে ভর্তি করাতে। এরই প্রেক্ষিতে মনিরাকে ঢাকা মেডিক্যাল নতুন ভবনের সামনে ফেলে রেখে চলে যায় তার ছেলে মোজাম্মেল।
পরবর্তীতে মেডিক্যালের আশপাশের লোকজন ক্যাম্পে খবর দেন। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। বাচ্চু মিয়া আরও জানান, তার চিকিৎসা চলছে। ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার পর জানা যাবে।