আলম হোসেন
টিকিট ছাড়া ঘুরে বেড়ায় করোনা
দেখা হলেই হাতটা চেপে ধরোনা
কথা বলো দূর থেকে পোশাক রাখ পরিস্কার
সাবান দিয়ে হাত ধুইও বন্ধু তুমি বারবার
জ্বর কাশি হাচি হলে হইও তুমি সাবধান
বেশি বেশি কুসুম গরম পানি তখন করো পান
ঠান্ডা থেকে দূরে থেক করনা স্পর্শ
ডাক্তারের কাছ থেকে নিও পরামর্শ।
আলম হোসেন,সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ছড়াকার