কলব্রীজে চ্যাম্পিয়ন মাশরেক রানার আপ সোহেল

275

মিরর বাংলাদেশ :

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় ওয়ালটন- ডিআরইউ ইনডোর গেমস-২০২১ এর কলব্রীজে চ্যাম্পিয়ন হয়েছেন রেডিও টুডের মোশকায়েত মাশরেক এবং রানার আপ ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক এই বাংলার মতলু মল্লিক।
কলব্রীজ ইভেন্টের উদ্বোধন করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। সংগঠনের ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, রফিক রাফি ও ডিআরইউ’র সাবেক কল্যাণ সম্পাদক শাহনাজ শারমীন। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটির সদস্য তরিকুল ইসলাম মাসুম, সমীর কুমার দে, আরাফাত জোবায়ের প্রমুখ। খেলা পরিচালনা করেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম ও মোশকায়েত মাশরেক।

আগামী ২৫ আগস্ট সকাল ১১টায় শুরু হবে অকশন ব্রীজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারী খেলোয়াড়দের সকাল ১০.৪৫টায় ক্রীড়া সম্পাদকের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।