মিরর বাংলাদেশ: গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে জামিন দেওয়া হয়েছে।কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল আবেদনের প্রেক্ষিতে রোববার সকালে আবেদনটি মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা।
এসময় আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন। আসামি পক্ষে উপস্থিত ছিলেন, অ্যাড. শাখাওয়াত হোসেন ও এড. আহসান হাবীব নীলু।
২৫ হাজার টাকা জামানতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলুর জিম্মায় সাংবাদিক আরিফুলকে জামিন দেওয়া হয়।
এদিকে কারাগার থেকে বের হওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে ওই সাংবাদিককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আরিফের বড় বোন রিমা আক্তার জানান, পরিবারের পক্ষ থেকে তারা আরিফের নিঃশর্ত মুক্তি চান।
এরআগে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে গত শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে ধরে এনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। মধ্যরাতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আরিফুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন স্থানীয়রা। ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার জন্ম দেয়।