মিরর বাংলাদেশ : রাজধানীর পল্টন মাঠে মা-ছেলের ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেদিন সতীর্থরা মাঠে আসতে দেরি করায় ছেলেকে সঙ্গ দিতে বোরকা পরেই ব্যাট হাতে নেমে পড়েন মা ঝর্ণা আক্তার। পরে জানা যায় ছেলেটির নাম ইয়ামিন সিনান। আরামবাগের একটি মাদরাসার ছাত্র সে। পড়াশোনার পাশাপাশি একটি ক্রিকেট একডেমীতে অনুশীলন করে ইয়ামিন। ছোট্ট ইয়ামিনের প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহীম। স্বপ্নটা হয়তো এমনই ছিলো ইয়ামিনের- একদিন প্রিয় ক্রিকেটারের সামনে এসে দাড়াবে, দু-চোখ দিয়ে দেখার স্বাদ মিটাবে। স্বপ্ন সত্যি হয়েছে তার।
টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান আজ (বুধবার) বনানীর একটি মাঠে দেখা করেছেন ইয়ামিনের সঙ্গে।উপহার হিসেবে দিয়েছেন নিজের স্বাক্ষরিত জার্সি এবং গ্লাভস।
সংবাদমাধ্যমে মুশফিক জানতে পারেন ইয়ামিননের প্রিয় ক্রিকেটার তিনি। তখনই সিদ্ধান্ত নেন দেখা করবেন ইয়ামিনের সঙ্গে, ‘আমার খুবি ইচ্ছা ছিল ইয়ামিনের সঙ্গে দেখা করার। এটা ভেবে ভালো লাগে যে; ইয়ামিনের মতো অনেকে আমাদের ফলো করে।’ বোরকা পরে ব্যাট হাতে ছেলের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়ায় কটু কথা শুনতে হয়েছে ঝর্ণা আক্তারকে। শত বাধা-বিপত্তি এড়িয়ে ঝর্ণা আক্তারের এই প্রচেষ্টায় মুগ্ধ মুশফিক, ‘আমার সবচেয়ে ভালো লেগেছে, ইয়ামিনের মা এত প্রতিবন্ধকতার পরেও ছেলের যে স্বপ্ন রয়েছে সেটা পূরণের আপ্রাণ চেষ্টা করার বিষয়টি।’
ইয়ামিনের সঙ্গে মুশফিকুর রহীমকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা গেছে। সেখানে ইয়ামিন জানতে চান, ‘আপনার মতো ক্রিকেটার হতে হলে কি করতে হবে?’ মুশফিক ইয়ামিনের চোখে এঁকে দিয়েছেন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন, যুগিয়েছেন উৎসাহ, ‘আমার মতো নয়; তুমি আমার চেয়ে বড় ক্রিকেটার হবে। বড় ক্রিকেটার হতে হলে তুমি এখন যে পরিশ্রম করে যাচ্ছ সেটা চালিয়ে যাও। অবশ্যই তোমার মধ্যে বড় ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকতে হবে। তোমার মতো বয়সে আমি এত ভাল খেলতাম না।’
স্বপ্নের ক্রিকেটারের সাক্ষাত পেয়ে আপ্লুত ইয়ামিন, ‘আমার স্বপ্ন ছিল মুশফিক ভাইয়ের সঙ্গে দেখা করার। আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে।’
সংক্ষিপ্ত সময়ের সেই সাক্ষাতে মুশফিকুর রহীম কথা বলেছেন ইয়ামিনের মা ঝর্ণা আক্তারের সঙ্গেও। তার কন্ঠে ঝরল মুশফিকের প্রতি ভালবাসা আর কৃতজ্ঞতা, ‘মুশফিকও আমার ছেলের মতই। এক ছেলের মাধ্যমে আরেক ছেলের দেখা পাবো এবং মুশফিকের মতো একজন মানুষ নিজে এসে দেখা করবেন এটা কল্পনাতেও ভাবিনি।’