মিরর বাংলাদেশ :
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করলো বাবলা-সামন পরিষদ। ‘ক্রীড়া লেখক সমিতি’ খ্যাত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক মানবজমিনের স্পোর্টস ইনচার্জ সামন হোসেন। নির্বাচনে আরও যারা জয়লাভ করেছেন- সহসভাপতি মো. আনোয়ার উল্লাহ ও কাজী শহীদুল আলম, যুগ্ম সম্পাদক মুজনেবিন তারেক ও রেদওয়ান সুলতান (শুয়েব), অর্থ সম্পাদক মিঞা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল জুবায়ের, দফতর সম্পাদক সামীউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল তিতুমীর, কাযনির্বাহী সদস্য পরাগ আরমান, খায়রুল ইসলাম শাহীন, তালহা বিন নজরুল, সাহাবউদ্দিন সাহাব, রাশিদা আফজালুন নেসা, আবু হোরায়রা তামিম, সাজিদ মুস্তাহিদ, এ কে এম ফয়জুল ইসলাম ও মাসুক মিয়া।