মিরর বাংলাদেশ : বিএফইউজের কার্যনিবার্হী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি খায়রুজ্জামান কামালের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ রোববার ভোররাতে পাবনার নগরবাড়ী (রাজ নারায়ণপুর) গ্রামের বাড়িতে শেষ নিস্বাস ত্যাগ করেন নগরবাড়ী ঘাটের এ বিশিষ্ট ব্যবসায়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি সাত ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
খায়রুজ্জামান কামালের পিতা আলহাজ্ব আব্দুর রশিদ মিয়ার মৃত্যুতে ক্র্যাব,ডিআরইউসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।