খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে ছাত্রদল

685

মিরর বাংলাদেশ : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ফলে বাংলাদেশে সাধারণ ছুটি থাকায় খুবই কষ্টে দিনাতিপাত করছেন রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কর্মহীন এসব দিনমজুর ও অসহায় মানুষের পাশে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল গরিব মানুষের মাঝে শতাধিক ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, আলু ও ছোলা। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সোমবার তেজগাঁও রেললাইন কলোনি এবং হাতিরপুল বাজার মোড়ে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন

সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,
সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রনী প্রমুখ। এরআগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশতাধিক গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ছাত্রদল।