মিরর বাংলাদেশ : দীর্ঘ চার মাস পরে আগামী ৫ মে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন।
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফেরার ঢাকার বিমানন্দরে বাইরে অভ্যর্থনা জানাবে দলীয় নেতাকর্মীরা। এ লক্ষ্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেত্বর্তে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, যৌথসভায় সিদ্ধান্ত এসেছে, নেতাকর্মীরা সড়কের দুই ধারে এক হাতে দলীয় পতাকা আরেক হাতে জাতীয় পতাকা নিয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবে।
তিনি বলেন, আশাবাদী উনি (ম্যাডাম) যে বিমানে গেছেন, সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন। তবে সময়টা বলা যাচ্ছে না। একইসঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন।
জানা যায়, খালেদা জিয়া রবিবার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠার কথা ছিলো। পরবতীতে সিদ্ধান্ত পরিবর্তন হয়। সোমবার সকালে দেশে পৌঁছবেন তিনি। কাতার এয়ারলাইন্স সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানা যায়, বেগম খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে ১১টায়। বিমান বন্দরে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপা্রসনকে অভ্যর্থনা জানাবেন।
বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নং গেইট দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের উদ্দেশ্যে রওনা হবে। বিমান বন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুইপাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ অভ্যর্থনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করছেন।
চার মাস লন্ডনে চিকিতসাধীন থাকার পর রোববার সন্ধ্যায় হিথরো বিমান বন্দর ছাড়ছেন বেগম খালেদা জিয়া। বিমান বন্দরে মাকে বিদায় জানাবেন জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।