গণমাধ্যমকর্মী আইন দ্রুত প্রণয়ন করা হবে : তথ্যমন্ত্রী

593

মিরর বাংলাদেশ : গণমাধ্যমকর্মী আইন দ্রুত প্রণয়ন করা হবে বলে আশা ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে সভা শেষে তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় ভেটিং করেছে। সুতরাং, এই আইন প্রণয়ন দ্রæত হবে বলে আশা করা যায়।’ তথ্যমন্ত্রীর সঙ্গে সভায় অংশ নেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সৈয়দ ইশতিয়াক রেজা, রাশেদ আহমেদ, মানস ঘোষ, মামুনুর রহমান খান, দীপ আজাদ ও হারুন তালুকদার।
সাংবাদিকদের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘কাজ করতে গিয়ে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে মারা গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। দেশে সাধারণ ছুটির সময়েও সাংবাদিকদের ছুটি ছিল না। আমারও ছুটি ছিল না, যেহেতু আমি আপনাদের সাথে কাজ করি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছেন। মহামারির সময় সীমিত সামর্থ্য থাকলেও দুঃখ ভাগাভাগির মনোবৃত্তি থাকলে গণমাধ্যমে চাকরিচ্যুতি হবে না।’
টেলিভিশন চ্যানেলগুলো পে-চ্যানেল হবে কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যেকোনো টেলিভিশন চ্যানেল পে-চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেটাতে কোনো বাধা নেই। পে-চ্যানেল হবে কি না, সেটি সেই টেলিভিশনকেই নির্ধারণ করতে হবে, সরকার নির্ধারণ করে দেবে না। ভোক্তারা কোনো টিভিকে পে-চ্যানেল হিসেবে গ্রহণ করবে কি না, সেটি ভোক্তাদের বিষয় এবং টেলিভিশন কর্তৃপক্ষের বিষয়। এখানে যে প্রসঙ্গটি যুক্ত, সেটি হচ্ছে, কোন টেলিভিশন কতটা দেখা হচ্ছে। ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটাল না হলে এটি নির্ধারণ করা কঠিন। আমরা ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি।’