গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলা লকডাউন

746

মিরর বাংলাদেশ: করেনাভাইরাসে সংক্রমিত দুই ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার খবর জানার পর গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে প্রশাসন।

রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপেজেলার ০৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মন্ডলের বোনের বিহাহোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুইজন আমেরিকা প্রবাসী আত্মীয় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ওই অনুষ্ঠানে প্রায় চার-পাঁচশত লোক দাওয়াতপ্রাপ্ত হয়ে উপস্থিত ছিলেন। পরবর্তিতে গত ২১ মার্চ গাইবান্ধা-৩ সাদুল্লাপুর–পলাশবাড়ী ৩১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিয়ে অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অনির্দিষ্ট সংখ্যক লোক ভোট প্রদান করেছেন মর্মে জানা যায়। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটতে পারে মর্মে আশু সম্ভাবনা রয়েছে। ফলে অত্র উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সাদুল্লপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মতিতে সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’

এর আগে গত বৃহস্পতিবার করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন। উপজেলাটিতে করোনায় পর্যদুস্ত ইউরোপের কয়েকটি দেশ থেকে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেছেন, দেশের যেসব এলাকা সংক্রমণের ঝুঁকিতে পড়বে সেগুলো লকডাউন করা হবে।

এদিকে নতুন করে দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে আজ দুপুরে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৭জন। মারা গেছেন দুজন। আর সুস্থ হয়েছেন পাঁচজন।