গেমস খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা

362

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ : ফতুল্লায় গেমস খেলতে না পেরে কিশোরের আত্নহত্যা নিজস্ব প্রতিবেদক মোবাইল ফোনে গেমস খেলতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মেহেরাজ ইসলাম শাওন(১৭) নামক এক কিশোর আত্নহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার(২৬ফেব্রুয়ারী)সকালে ফতুল্লা মডেল থানার ভুইগড়ে গিরিধারার আলামীন টাওয়ারের অস্টম তলায়। নিহত মেহেরাজ ইসলাম শাওন লক্ষিপুর জেলার রায়পুর থানার রায়পুর গ্রামের আঃ রাজ্জাকের পুত্র।

নিহতের মায়ের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক বোরহান জানায়,নিহত মেহেরাজ ইসলাম শাওন ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত তামিরুল মিল্লাত মাদ্রাসার দাখিল বিভাগের আবাসীক ছাত্র। মাঝে মাঝে সে ফতুল্লার ভুইগড় গিরিধারাস্থ আলামীন টাওয়ারের অস্টম তলায় বসবাসরত তার বাবা-মায়ের নিকট নিজ বাসায় আসতো।গত কয়েকদিন পূর্বে সে মাদ্রাসা থেকে গিরিধারায় বসবাসরত পরিবারের নিকট আসে।প্রতিদিনই সে তার মায়ের মোবাইল ফোনে গেমস খেলতো।

শুক্রবার রাতে ও সে গেমস খেলার জন্য তার মায়ের নিকট মোবাইল ফোন চায়। তার মা মোবাইল ফোন প্রদানে অসম্মতি জানিয়ে তাকে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে যেতে বলে। পরে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেহেরাজ ইসলাম শাওন কে তার নিজ ঘরে ডাকতে গেলে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত নিহতের মৃত দেহ।পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত দেহ নিচে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।