ঘরে থাকুন,মুক্তির সংগ্রামে যোগ দিন,হয়ে উঠুন এপ্রজন্মের মুক্তিযোদ্ধা—-খোরশেদ

682

 

মিরর বাংলাদেশ:   বর্তমান চলমান করোনা মহামারী থেকে নিজেকে,পরিবার ও দেশকে রক্ষার স্বার্থে নারায়নগঞ্জবাসীকে হোম করোন্টাইনে থাকার আহবান জানিয়ে নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, ১৯৭১ সালে আমাদের পূর্ব পুরুষরা শত্রু চিনতো,তাই অস্ত্র হাতে আত্মপক্ষ সমর্থন করতে পেরেছিলো।২০২০ সালের শত্রুকে চেনা যায় না, তাই

আত্মপক্ষ সমর্থনের একমাত্র উপায় ঘরে থাকা।মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে জীবন দিয়ে যে বীরত্ব গাঁথা রচনা করেছিলেন,আজ আমি,আপনি,আমরা সবাই সেই বীর হতে পারি,শুধু ঘরে থেকে।ঘরে থাকুন,মুক্তির সংগ্রামে যোগ দিন।আপনিও হয়ে উঠুন এপ্রজন্মের মুক্তিযোদ্ধা।