মিরর বাংলাদেশ: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর সাত বছর আগে বিয়ে করেছিলেন অনিক মাহমুদকে। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পরও শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টিকলো না। চলতি বছরের ২৬ জানুয়ারি স্বামীকে তালাক দিয়েছেন শাবনুর।
এ ব্যাপারে শাবনুর বা অনিক মুখ না খুললেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাবনুরের আইনজীবী কাওসার আহমেদ। নিজের সই করা নোটিশ কাওসার আহমেদের মাধ্যমে অনিকের কাছে পাঠিয়েছেন শাবনুর।
কাওসার আহমেদ গণমাধ্যমকে জানান, চলতি বছরের ২৬ জানুয়ারি অনিককে তালাক দিয়েছেন শাবনুর। সেই নোটিশ ৪ ফেব্রুয়ারি অনিকের উত্তরা ও গাজীপুরের বাসায় পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, ৯০ দিন পর তালাক কার্যকর হবে। বনিবনা না হওয়ার কারণেই স্বামীকে তালাক দিয়েছেন শাবনুর।
২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনুর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্র সন্তানের মা হন শাবনুর। পুত্রকে নিয়ে শাবনুর বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন।