চট্টগ্রাম-৮ আসনে আ. লীগের প্রার্থী মোছলেম উদ্দিন

792

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিন।

সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই আসনের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। গত ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরপর আসনটিকে শূন্য ঘোষণা করে গত ১ ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষাণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন যারা:

জেলা: চাঁদপুর
উপজেলা প্রার্থীর নাম
হাইমচর মোঃ নুর হোসেন

পৌরসভা: দুপচাঁচিয়া
জেলা পৌরসভার নাম প্রার্থীর নাম
বগুড়া দুপচাঁচিয়া মোঃ এনামুল হক টি রানা

উপজেলা: চাঁপাইনবাবগঞ্জ সদর
উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম
চাঁপাইনবাবগঞ্জ সদর ঝিলিম মোঃ মাহ্ফুজ আলম (বাবলু)

উপজেলা: শেরপুর সদর
উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম
শেরপুর সদর ভাতশালা নাজমুন নাহার