সরকারি চাকরির বয়সসীমা ৩৫ সহ চার দফা দাবি বাস্তবায়নে তৃতীয় দিনের মতো অনশন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ফুটপাতে তৃতীয় দিনের মতো গণঅনশন করছেন সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, বর্তমান সরকার কথা দিয়েছিল ক্ষমতায় আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করবে। কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও তা বাস্তবায়ন হয়নি। ৪১তম বিসিএসে বয়সসীমা ৩৫ করার দাবি অন্তর্ভুক্ত করা না হলে লাখ লাখ যুবককে বঞ্চিত করা হবে।