মিরর বাংলাদেশ: ঢাকা ১০ আসনের উপনির্বাচনে গণসংযোগকালে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মো. শাহজাহান বলেছেন, ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চান। তারা মনে করে জনগণের ভোটের কোনো মূল্য নেই। ভোটারদের কেন্দ্রমুখী করতে হলে তাদের মন থেকে ভোট চুরির শংকা দুর করতে হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে আসলে কেউ ভোট চুরি অথবা সহিংসতা করার সাহস পাবে না। হাজী শাহজাহান আজ শুক্রবার দুপুরে জিগাতলা গফতলা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের কাছে ভোট কামনা তিনি এসব কথা বলেন। এরপর তিনি টালী অফিস রোড, মিতালী রোড, শের ই বাংলা রোড, ১৫ নং ষ্টাফ কোয়াটার, গফতলা মসজিদ রোড, জিগাতলা কাঁচাবাজার এলাকায় লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তার সাথে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা মোস্তাইন বিল্লাহ, এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, জাকির হোসেন মল্লিক, খায়রুল আলম, আবুল হোসেনসহ স্থানীয় জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।