৩০ নভেম্বর ডিআরইউ’র নির্বাচন,যারা প্রার্থী

385

মিরর বাংলাদেশ: পেশাদার রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ জমে উঠেছে। আগামী ৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করবেন ১হাজার ৭৪৪ জন ভোটার। এর আগে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এজিএম।


সভাপতি প্রাথী ৩ জন

মঙ্গলবার প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ। এবারের নির্বাচনে ২১ পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  অর্থ সম্পাদক,সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ণ সম্পাদক, কল্যাণ সম্পাদক (৪টি সম্পাদকীয়) পদে প্রাথী বিজয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সালেহ আকন( নয়াদিগন্ত) মুরসালিন নোমানী (বাসস) শরীফুল ইসলাম বিলু (আজকালের খবর)

সহ-সভাপতি প্রার্থী ২জন

নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন এরা হলেন গাজী আনোয়ার (নিউ নেশন) ওসমান গনি বাবুল(সুরমা নিউজ)। গাজী আনোয়ার গতবারের নির্বাচনে অল্প ভোটে হেরে গেছেন। ওসমান গনি বাবুল এর আগে সহ সভাপতিসহ একাধিক পদে দায়িত্ব পালনে করেছেন।

সাধারন সম্পাদক পদে প্রার্থী-৪ জন

নির্বাচনের সাধারন সম্পাদক পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী এরা হলেন আবদুল্লাহ আল কাফি( আমাদের সময়) মাহমুদুল হাসান (খোলাকাগজ) মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) শাহনাজ শারমীন(৭১ টিভি) । এর সবাই দক্ষ এবং বিগত দিনে একাধিক পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে আবদুল্লাহ আল কাফি কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। মাহমুদুল হাসান কার্যনির্বাহী সদস্য পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাইনুল হাসান সোহেল এর আগে সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্য পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শাহনাজ শারমীন এর আগে যুগ্ম সম্পাদক ও কল্যাণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

যুগ্ম সম্পাদক পদে প্রার্থী-২ জন

নির্বাচনে যুগ্মসম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। এরা হলেন মো: জাফর ইকবাল (সংগ্রাম) নাদিয়া শারমিন(৭১ টিভি)। জাফর ইকবাল এর আগে দফতর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। নাদিয়া শারমিন এর আগে সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ৪ জন

নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতি করছেন ৪ জন। এরা হলেন আবদুল হাই তুহিন( সংবাদ প্রতিদিন) এম এম জসিম ( বিজনেস পোস্ট) এস এম মিজান (ভোরের কাগজ)সৈয়দ সাইফুল ইসলাম (আমার সংবাদ)। আবদুল হাই তুহিন এর আগে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষন সম্পাদক এবং কার্যনির্বানির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে অল্প ভোটে হেরে যান।  এম এম জসিম এর আগে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন। এবং সাংগঠনিক  সম্পাদক পদে নির্বাচন করে বিজয়ী হতে পারেনি। এস এম মিজান এর আগে কার্যনির্বাহী সদস্য পদে ২য় স্থান অর্জন করে দায়িত্ব পালন করেছেন। সৈয়দ সাইফুল ইসলাম আগে নির্বাচন না করলেও তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত।

দপ্তর সম্পাদক পদে প্রাথী-২ জন

নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। এরা হলেন কিরন শেখ( মানবজমিন) রফিক রাফি( সময়ের আলো) । কিরণ শেখ এর আগে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। রফিক রাফি এর আগে দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।

নারী সম্পাদক পদে প্রার্থী ২ জন

নারী সম্পাদক পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রার্থী। এরা হলেন ফারহানা হক নীলা(নিউজি নাউ)  রোজিনা রোজী (বিটিভি) । নীলা এবারই প্রথম নির্বাচন করছেন। রোজী এর আগে দুইবার নারী সম্পাদক পদে নির্বাচন করে বিজয়ী হতে পারেননি।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী-২ জন

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্তা করছেন ২ জন প্রার্থী এরা হলেন মো: মহসীন হোসেন( ভয়েস অব এশিয়া) মিজান চৌধুরী( পূর্বাপর) । এই দুই জনই দক্ষ সংগঠক। মহসীন হোসেন এর আগে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষন  সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। মিজান চৌধূরী একাধিবার সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষন সম্পাদক পদে প্রার্থী ২ জন

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষন সম্পাদক পদে ২ জন প্রার্থী হয়েছেন। এরা হলেন দেলোয়ার হোসেন মহিন (বাংলাবাজার পত্রিকা) মো: শরিফুল ইসলাম (দ্যা রিপোর্ট 24 . কম) । এই দুইজনই বর্তমান কমিটির কার্যনির্বাহী  সদস্য পদে রয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৮ জন । এরা  হলেন  আকতারুজ্জামান( বাংলাদেশ প্রতিদিন) আমিনুল হক ভুইয়া,(দৈনিক গণমুক্তি)মো: বোরহান উদ্দীন ( ঢাকা মেইল) মো: ফারুক আলম (আলোকিত বাংলাদেশ)জুনায়েদ শিশির (দ্যা সাউথ এশিয়ান টাইমস)এস ইউ সেলিম( এস এ টিভি)মুহাম্মদ ফজলুল হক (জাগো নিউজ)সুমন চৌধুরী( বাংলাদেশ কন্ঠ)

বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ীরা হলেন অর্থ সম্পাদক পদে সাখাওয়াত সুমন, সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদ খান,আপ্যায়ন সম্পাদক পদে ছলিম উল্লাহ মেসবাহ, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা